আমুদরিয়া নিউজ : রিল বানাতে ঝুঁকি নিয়ে নেটিজেনদের রোষের মুখে মা। সন্তানকে বহুতলের ছাদের পাঁচিলে বসিয়ে এক হাত দিয়ে ক্যামেরা ধরে বানালেন রিল। ভিডিওর ক্যাপশন, শুভসকাল সকলকে। আমি একজন পৃথিবীতে ঘুরে বেড়ানো সাহসী ছেলে এবং আমি মায়ের সঙ্গে ভিটামিন ডি নিয়ে থাকি। দেখে অবাক নেটিজেনরা! নিজের সন্তানকে নিয়ে এমন কাণ্ড কেউ ঘটায় নাকি ? কিন্তু মা নির্বিকার। কত তাড়াতাড়ি ভিডিও ভাইরাল হবে সেই চিন্তায় মগ্ন তিনি। তবে সমাজমাধ্যমে অবাক করা জিনিসেরই কারবার। মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা কড়া মন্তব্য করতে পিছপা হননি।