আমুদরিয়া নিউজ: গয়নার বাক্স, পিকুর পর অভিনয় থেকে দূরে ছিলেন দীর্ঘ দিন। পরিচালক অভিজিৎ শ্রীদাসের হাত ধরে ফের কাজে ফিরছেন অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। পরিচালকের সম্প্রতি সফল ছবি স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত বিজয়ার পরে। আসন্ন প্রোজেক্টটি বিজ্ঞাপনী ছবি। তবে তাতে রেঁধে-বেড়ে খাওয়াবেন না বর্ষীয়ান মৌসুমী। তাঁর সাথে পর্দা ভাগ করে নেবেন শত্রুঘ্ন তনয়া সোনাক্ষী।
পরিচালক জানান দুই জমানার দুই অভিনেত্রী নিজ পরিচয়েই ধরা দিতে চলেছেন তাঁর ছবিতে। সোনাক্ষী সেখানে কুকিং শো-এর সঞ্চালিকা। মৌসুমী থাকছেন অতিথির চরিত্রে। বাকিটা খোলসা না করে দর্শকদের অপেক্ষায় থাকতে বললেন অভিজিৎ।