আমুদরিয়া নিউজ : জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় সাম্প্রতিক সংঘর্ষ থেকে পালিয়ে আসা ৩ জন জঙ্গির গতিবিধির অনুমান করা হচ্ছে। তাদের নতুন করে সন্দেহজনক গতিবিধির পর রবিবার নিরাপত্তা বাহিনী ও পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে বলে সূত্র জানিয়েছে। বৃহস্পতিবার কাঠুয়া জেলার একটি প্রত্যন্ত বনাঞ্চলে সংঘর্ষে ২ জঙ্গি এবং ৪ পুলিশ নিহত এবং ৫ জন আহত হয়েছিলেন।
