শাস্ত্রী
পরিচালক: পথিকৃৎ বসু
অভিনয়ে: মিঠুন চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, দেবশ্রী রায়, সোহম চক্রবর্তী
প্রযোজনা: সোহমস্ এন্টারটেন্টমেন্ট
মুক্তি: ৮ অক্টোবর
শাস্ত্রী চলচ্চিত্রের পটভূমি হল এক সাধারণ মানুষের জীবন এবং তার বিস্ময়কর পরিবর্তন। কেন্দ্রীয় চরিত্র পরিমল, যাকে মিঠুন চক্রবর্তী অভিনয় করেছেন, একটি অতি সাধারণ জীবন কাটান এবং তাঁর একমাত্র শখ লটারির টিকিট কাটা। কিন্তু প্রতি বারই তিনি লটারি জিততে ব্যর্থ হন। তাঁর স্ত্রী সরলার ভূমিকায় দেবশ্রী রায়, পরিবারকে সহায়তা করতে নানারকম চেষ্টা করেন। আর্থিক সংকট বাড়তে থাকলে, সরলা বাড়ি বিক্রি করে ছেলেকে কলেজে ভর্তি করার সিদ্ধান্ত নিতে চান, কিন্তু পরিমল তাতে রাজি হন না।
একদিন, দুঃখে নিঃসঙ্গ পরিমল মন্দিরে গিয়ে আত্মহত্যার পরিকল্পনা করেন। কিন্তু সেখানেই তাঁর জীবনে আসে একটি বিশেষ চশমা, যা দিয়ে নাকি ভবিষ্যৎ দেখা যায়। এই চশমার সাহায্যে পরিমলের জীবন কীভাবে বদলায়, এবং তাঁর নৈমিত্তিক সংগ্রামের পরিণতি কী হয়, তা নিয়েই শাস্ত্রী চলচ্চিত্রের গল্প।
এমন অলৌকিক চশমার সিনেমাটি তো না দেখলেই নয়।