বহুরূপী
পরিচালক: শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়
অভিনয়ে: আবীর চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়
প্রযোজনা : উইন্ডোজ প্রোডাকশন
মুক্তি: ৮ অক্টোবর
এটি ১৯৯৮ সাল থেকে বছর গশেকের একটি সময়ের অপরাধমূল ঘটনার উপরে ভিত্তি করে তৈরি। কল্পিত গ্রাম ছায়াচরাপুরের একজন কীভাবে মাত্র ৪ মিনিটে একটি সমবায় ব্যাঙ্কে ডাকাতি করে পালাতে পেরেছেন। এবং সেই টাকায় ধনী হয়ে ওঠেন। তাকে ধরতে আসরে নামেন এক পুলিশ অফিসার। চোর-পুলিশ লুকোচুরির মধ্যে আসে অনেক চরিত্র। এক মহিলা পকেটমারও আছেন এখানে।