আমুদরিয়া নিউজ : সরকারি সেন্সরশিপের কারণে ইস্তানবুলের মুবি ফিল্ম ফেস্টিভ্যালে সমকামিদের নিয়ে নির্মিত একটি চলচ্চিত্র বাতিল করেছে। ‘মুবি’ একটি বার্ষিক চলচ্চিত্র উৎসব যা প্রতি বছর হয়ে আসছে। এবছর এই উৎসব হতে চলেছে তুর্কিতে। সম্ভবত তুর্কির ক্যাপিটালে এবার ‘মুবি’ হচ্ছে। কিন্তু উৎসব শুরু হবার আগেই, মুবি সংস্থাটি ইস্তানবুলের ডিস্ট্রিক্ট গভর্নরশিপের দপ্তর থেকে একটি নিষেধাজ্ঞামূলক চিঠি পেয়েছে। কোদিকোই পৌরসভা এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র, ‘ক্যুইর’ বাতিল করেছে।
এই চলচ্চিত্রের পরিবেশক সংস্থা একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রকাশ করেছে যে, সরকার ‘ক্যুইর’ চলচ্চিত্রটিতে আপত্তিকর বিষয়বস্তু রয়েছে যা জনতার শান্তি বিঘ্নিত করতে পারে, আর তাই এই নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে সামাজিক নিরাপত্তার কারণে।
‘মুবি’ জানিয়েছে যে, এই নিষেধাজ্ঞা মত প্রকাশের স্বাধীনতা এবং আর্ট-কালচারের ওপর হস্তক্ষেপ করা ছাড়া আর কিছু নয়।
এই কারণের তারা সম্পূর্ণ ‘মুবি ফেস্ট ইস্তানবুল’ বন্ধ করে দিচ্ছে বলে জানিয়েছে আয়োজক সংস্থাটি।
প্রসঙ্গত উল্লেখ্য যে, সমকামিতা অন্যান্য ইসলামিক দেশের চাইতে তুর্কীতে আইনসম্মত এবং এটা অপরাধ নয়, কিন্তু তুর্কী সরকার সমকামী-বিয়ের অনুমতি দেয়নি। এবং সমকামী পুরুষেরা এই দেশের প্রতিরক্ষা বিভাগে চাকরি করতে পারবে না এবং রক্তও দিতে পারবে না।