আমুদরিয়া নিউজ : দীর্ঘ চার মাসের প্রচেষ্টায় কৃত্রিম পায়ুপথ তৈরি করে এক শিশুকে নতুন জীবন দিল ঢাকার মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল। বাংলাদেশের চিকিৎসা প্রযুক্তিতে এক অনন্য নজির। বুধবার শান্তামনি নামে ওই শিশুর অস্ত্রোপচার সফল হয়।
জন্মগতভাবে পায়ুপথ ছিল না। তিন দিন বয়সেই ঢাকা শিশু হাসপাতালে জরুরি ভিত্তিতে পেট ফুটো করে সাময়িকভাবে তার কৃত্রিম পায়ুপথ তৈরি করা হয়েছিল। অফিসার্স ফোরাম রায়পুরা নরসিংদীর সদস্যদের আর্থিক সহায়তায় দু’সিটিংয়ের অত্যন্ত জটিল, ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল এ অসাধ্য সাধন সম্ভব হয়। পেটের স্টোমা বন্ধ করে প্রকৃত পায়ুপথের স্থানে কৃত্রিমভাবে নতুন পায়ুপথ তৈরি করা হয়, এ কথা জানান মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার মহম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরী। কোন জটিলতা ছাড়াই এখন মলত্যাগ করতে পারছে শান্তামনি। আগামী দিনেও পর্যবেক্ষণে রাখা হবে তাকে।