আমুদরিয়া নিউজ ডেস্ক : বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার পরে এই প্রথম বাংলাদেশের নাগরিকদের বিক্ষোভের মুখে পড়লেন নোবেলজয়ী অধ্যাপক মহম্মদ ইউনুস। মঙ্গলবার আমেরিকার নিউইয়র্কের একটি হোটেলের বাইরে ওই বিক্ষোভ হয়। সেখানে বিক্ষোভকারীরা বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচার রুখতে ব্যর্থতার অভিযোগ তোলে। গো ব্যাক বলে স্লোগান দেয়।
এমনকী, আমেরিকায় বসবাসকারী ওই বাংলাদেশি নাগরিকরা চিঁৎকার করে বলতে থাকেন, তাঁরা মহম্মদ ইউনুসকে প্রেসিডেন্ট হিসেবে মানেন না। তাঁদের কাছে প্রধানমন্ত্রী এখনও শেখ হাসিনাই। তাঁরা দাবি করেন, শেখ হাসিনা সরকারিভাবে ইস্তফা দেননি। এই বিক্ষোভের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
যেখানে বিক্রোভ হযেছে, সেই হোটেলে রাষ্ট্রসঙ্ঘের ৭৯ তম অধিবেশনে য়োগ দিতে গিযেছিলেন মহম্মদ ইউনুস। সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান জানান, বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লক্ষ রোহিঙ্গাদের ব্যাপারে সদর্থক পদক্ষেপ করা জরুরি।