আমুদরিয়া নিউজ : মানুষের ভুলে যাওয়ার তালিকায় কীই না বাদ পড়ে ? ফোন, ব্যাগ, ছাতা! ভুলের তালিকায় বাদ নেই কিছুই। তবে ভুলের তালিকায় যে ভারত বিশ্বের দরবারে জায়গা করে নেবে তা কে জানতো ? উবার ইন্ডিয়ার নবম বার্ষিক লস্ট অ্যান্ড ফাউন্ড-এর তালিকায় শীর্ষে বাণিজ্য নগরী মুম্বাই। হ্যাঁ। সম্প্রতি অ্যাপ ক্যাব সংস্থা উবার ইন্ডিয়ার সমীক্ষায় ‘ভুলোমনা শহর’ হিসেবে উঠে এসছে মুম্বাইয়ের নাম। বিশ্বে নবম এবং ভারতে প্রথম ভুলোমনের শহর হল মুম্বাই। এই সমীক্ষা থেকেই বোঝা যাচ্ছে, ভুলে যাওয়ার নিদান রাখতে ভারত মোটেই পিছিয়ে নেই।
