আমুদরিয়া নিউজঃ আগামী ৩ ফেব্রুয়ারি রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা শুরু হতে চলেছে। তার আগে পৌরস্তর ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে কোচবিহারে। বুধবার বিকেল থেকে এই প্রতিযোগিতা শুরু হয়েছে। কোচবিহার শহরের সাগরদিঘি সংলগ্ন গায়েত্রী দেবী উদ্যান শহীদ বাগ মুক্তমঞ্চে এই ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতার আসর বসেছে। শহরাঞ্চলের অনেক শিল্পী এই ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ভাওয়াইয়া গানে মজতে এদিনের অনুষ্ঠানে অনেক শ্রোতা উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের উদ্যোগে এই ভাওয়াইয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ব্লক, পুরসভা পর্যায়ের পর রাজ্য স্তরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
