আমুদরিয়া নিউজ : কেনিয়ার একটি আদালত প্রায় দুই বছর আগে সমকামী অধিকার রক্ষা কর্মী এডউইন কিপটুকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর এক ব্যক্তিকে ৫০ বছরের কারাদণ্ড দিয়েছে।
২০২৩ সালের গোড়ার দিকে কিপটুরকে খুন করে একটি স্টিলের ট্রাঙ্কে বন্দি করে ফেলে রাখা হয়েছিল। তা নিয়ে হত্যাকাণ্ড রক্ষণশীল পূর্ব আফ্রিকান পূর্ব আফ্রিকার দেশটির এল জি বি টি কিউ (LGBTQ) সম্প্রদায় প্রতিবাদ জানায়। সাজাপ্রাপ্তের নাম জ্যাকটোন ওধিয়াম্বো, যার সাথে সমকামী সম্পর্ক ছিল বলে পুলিশের দাবি। প্রসঙ্গত, কেনিয়াতে সমকামিতা নিষিদ্ধ। সমকামী যৌনতায় ধরা পড়লে ১৪ বছরের কারাদণ্ড হয়।