আমুদরিয়া নিউজ ডেস্কঃ ‘অসম তোমার বাপের নাকি, খালি মিয়াঁ ভাইদের খেদানোর চেষ্টা করো’ বিহুর সুর মিলিয়ে অনেকটা বাংলাদেশ কোটা আন্দোলনে জনপ্রিয় হয়ে ওঠা ‘দেশ টা তোমার বাপের নাকি’র আদলে গান গেয়ে গ্রেপ্তার হলেন এক মুসলিম গায়ক তথা ইউটিউবার। অসমের ধুবরি জেলার বাসিন্দা ওই গায়কের নাম আলতাফ হোসেইন। শনিবার তাকে গ্রেপ্তার করার পর তিনদিনের পুলিশ হেফাজত হয়। মঙ্গলবার ফের তাঁকে আদালতে তোলা হয়।
সামাজিক মাধ্যমে ওই গান ভাইরাল হওয়ার পরে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টির অভিযোগ উঠলে আলতাফ দ্রুত ওই গানটি নিজের একাউন্ট থেকে ডিলিট করে দেন। শুধু তাই নয়, তাঁর ওই গানে কারো ভাবাবেগে আঘাত লাগলে তাঁর কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি যাতে আর কেউ গানটি শেয়ার না করে তার জন্য আবেদন জানিয়ে সামাজিক মাধ্যমেই পোস্ট করেন। তারপরেও অসম পুলিশ দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে বৈরিতা’র চেষ্টা করা হয়েছে বলে অভিযগ তুলে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া সংক্রান্ত ধারায় মামলা রুজু করে। ওই গ্রেপ্তারির পর অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, “কিছু মানুষ ‘মিঞা বিহু’ জনপ্রিয় করার চেষ্টা চালাচ্ছেন। এরকমই একজন গায়ক, আলতাফ হোসেইনকে পুলিশ গ্রেফতার করেছে। আমাদের সমাজ ব্যবস্থার ওপরের কোনও আঘাত আমরা সহ্য করব না। আমাদের আক্রমণ করার চেষ্টাও যেন কেউ না করেন।”