আমুদরিয়া ডেস্কঃ ইতালির সেই ডিক্টেটরের নাম মনে আছে! যার নাম বেনিতো মুসোলিনি। যার মতবাদই মূলত ফ্যাসিবাদ হিসেবে আজও ঘৃণিত নানা দেশের প্রগতিশীল মানুষের কাছে। সেই বেনিতো মুসোলিনির নাতনি রেচেল মুসোলিনি এবার সে দেশের বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দল ছেড়ে দিলেন। এতে সে দেশে আলোড়ন পড়েছে। কারণ, জর্জিয়া মেলোনি মানে প্রধামন্ত্রীর দল ছেড়ে রেচেল যোগ দিয়েছেন অপেক্ষাকৃত প্রগতিশীল দল ফ্রেটেলি ডি ইতালিয়াতে।
রেচেলের বয়স এখন ৫০ বছর। তিনি ২০২১ সালে রোম পুর ভোটে কাউন্সিলর হয়েছেন। সবচেয়ে বেশি প্রথম পছন্দের ভোটও তিনি পেয়েছিলেন। তিনি উতালিতে তৃতীয় লিঙ্গের মানুষজনদের অধিকার আদায়ের দাবিতেও এখন সরব হয়েছেন। এই প্রসঙ্গে জানিয়ে দিই, ফ্যাসিবাদের জনক মুসোলিনির প্রথম স্ত্রীর নাম ছিল ছিল রেচেল। এই ঘটনায় ইতালির রাজনীতিতে বেশ তোলপাড় শুরু হয়েছে।