আমুদরিয়া নিউজ : কোনডা সুরেখার অভিযোগ, নাগা চৈতন্যের ডিভোর্সের জন্য কেটিআর একশো শতাংশ দায়ী। নাগাদের পরিবারের একটি কনভেনশন হল ভেঙে ফেলার কথা চলছিল। সে সময়ে ওই পরিবারকে শর্ত দেওয়া হয়, সামান্থাকে কেটিআরের কাছে পাঠালে কনভেনশন হল ভাঙা হবে না। সামান্থা তাতে রাজি হননি। তার পরেই ডিভোর্স হয়।