আমুদরিয়া নিউজ: তীর্থ করতে এসে পুরীর জগন্নাথ মন্দিরের পাশাপাশি কোনার্কের সূর্য মন্দির, ধবলগিরির শান্তিস্তূপ, নন্দনকাননের চিড়িয়াখানা দেখতে আসেন বহু পর্যটক। ওড়িশা সরকার সূত্রে খবর, পর্যটক টানতে সম্বলপুরের চিড়িয়াখানাটিকেও ঢেলে সাজার পরিকল্পনা করা হয়েছে। পুরী থেকে স্বল্প দূরত্বের এই সম্বলপুর চিড়িয়াখানায় চিতা, সিংহের পাশাপাশি এবার থেকে দেখা মিলবে বাঘ মামার। এছাড়া নতুন ৩০ প্রজাতির পশু-পাখি নিয়ে আসা হবে বলেও জানিয়েছেন তাঁরা।
ইতিমধ্যেই পশু-পাখি বিনিময় শুরু হয়েছে নন্দনকানন এবং সম্বলপুরে। নন্দনকানন থেকে চারটি স্ত্রী এবং চারটি পুরুষ মিলিয়ে মোট আটটি হগ ডিয়ার পাঠানো হয়েছে সম্বলপুরের চিড়িয়াখানায়। বদলে সেখান থেকে নন্দনকাননে এসেছে দু’টি পুরুষ এবং তিনটি স্ত্রী মিলিয়ে মোট পাঁচটি সম্বর হরিণ।
সম্বলপুর চিড়িয়াখানা সূত্রে জানানো হয়েছে, আগামী দিনে নীলগাই, বাইসন, নেকড়ে এবং বুনো কুকুর সহ ৩০ প্রজাতির আরও ভিন্ন প্রাণী আনা হবে। আপাতত এই চিড়িয়াখানায় চিতাবাঘ, ভালুক, সম্বর, সিংহ, কৃষ্ণসার, হরিণ, অজগর, ময়ূর এবং বিভিন্ন প্রজাতির রঙিন পাখি মিলিয়ে মোট ১৮ প্রজাতির পশু-পাখি।