আমুদরিয়া নিউজ : শুক্রবার রাতে শ্রীলঙ্কায় পৌঁছালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কলম্বোতে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়েকে তাকে শ্রীলঙ্কার সর্বোচ্চ অসামরিক সম্মান মিত্র বিভূষণে ভূষিত করেন। এই পুরস্কারটি ২০০৮ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপক্ষে দ্বারা প্রবর্তিত হয়েছিল। এর পূর্বে এর প্রাপকদের মধ্যে ছিলেন মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি মামুন আব্দুল গাইয়ুম এবং প্রয়াত প্যালেস্তানীয় নেতা ইয়াসির আরাফাত।
