আমুদরিয়া নিউজ : ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি প্রদান নশ্য শেখ উন্নয়ন পরিষদের। সোমবার ওই বিল প্রত্যাহার সহ ১৩ দফা দাবিতে কোচবিহারের জেলাশাসককের মাধ্যমে দেশের রাষ্ট্রপতি ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে। এদিন সংগঠনের সদস্যরা কোচবিহার রাসমেলার মাঠে জমায়েত হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে জেলা শাসকের অফিসে পৌঁছান। এনআরসি, সিএএ এসবের হয়রানি থেকে নিরাপদ থাকার জন্য নস্যশেখ জনজাতি থেকে শুরু করে অন্যান্য সমস্ত আদি ভূমিপুত্র জনজাতি ভূমিপুত্র জনগোষ্ঠীকে স্বীকৃতি দেওয়া, কেন্দ্র সরকারের আনা ওয়াকফ সংশোধনী বিল ২০২৪ বাতিল করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে যতপোযুক্ত পদক্ষেপ গ্রহন করা, ওবিসি সার্টিফিকেট পুনর্বহাল এবং অবিলম্বে তা পুনরায় প্রদানের কাজ শুরু করা, উত্তরবঙ্গের জন্য একটি পৃথক ওয়াকফ বোর্ডের স্বনির্ভর শাখা খোলা, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, নস্যশেখ ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান জনজাতির মানুষকেই করা সহ মোট ১৩ দফা দাবিতে এদিন স্মারকলিপি প্রদান করা হয়।
এদিন এবিষয়ে নস্যশেখ উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিনাল হক জানান,ৎ ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহার সহ একাধিক দাবিতে কোচবিহারের জেলাশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি ও মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হল।