আমুদরিয়া নিউজঃ দীর্ঘ ষোলো- সতেরো বছর হতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের কাছে বিপুল পরিমাণ কর পাওনা রয়েছে কোচবিহার পুরসভার। কর বাবদ বকেয়া ৮৪ লক্ষ টাকা খুব শীঘ্রই মিটিয়ে দিতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। এখন পর্যন্ত পুরসভা কর বাবদ কত টাকা পাবে তার সর্বশেষ খবর নিতে বুধবার কোচবিহার পুরসভা ভবনে যান এনবিএসটিসি-র চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। এদিন তিনি সেই বিষয়ে খোঁজ নেবার পরই ঘোষণা করেন যে, আগামী সাত দিনের মধ্যে পুরসভার বকেয়া কর মিটিয়ে দেবেন। পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এদিন পার্থ প্রতিম রায়কে উত্তরীয় পরিয়ে অভ্যর্থনা জানান। জানা গিয়েছে, বিভিন্ন কারণ সহ ফান্ড না থাকায় ২০০৭-৮ সাল থেকে এখন অবধি এনবিএসটিসি- র কাছে ৮৪ লক্ষ টাকা বকেয়া কর পাওনা পুরসভার। এই নিয়ে এনবিএসটিসি-র তরফে অনেকবার পরিবহন দফতরে চিঠি করা হয়েছে।
সারা রাজ্যে যেখানে এনবিএসটিসি-র ডিপো, টার্মিনাস রয়েছে তার পরিকাঠামোর পুর কর মিটিয়ে দেবার জন্য ফান্ড এসেছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে এনবিএসটিসি-র চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান, অনেকদিন ধরে পুরসভার কর বকেয়া রয়েছে। ফান্ড সহ নানা রকম সমস্যা ছিল। সারা বাংলায় যেখানে তাদের বাস টার্মিনাস, ডিপো আছে সেসব জায়গার পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদির জন্য পুরসভার কর বাবদ যা বকেয়া আছে তার জন্য ফান্ড এসেছে। আগামী সাত দিনের মধ্যে কোচবিহার পুরসভার বকেয়া কর মিটিয়ে দেওয়া হবে।