আমুদরিয়া নিউজ : মাদক পাচারের চাঁই সন্দেহে জয়ন্ত দাস ওরফে বাংরু নামের এক ব্যক্তিকে খড়িবাড়ি থানার পুলিশ গ্রেফতার করেছে। ১০ অগস্ট খড়িবাড়িতে ৪১৭ গ্রাম হিরোইন উদ্ধার হয়। এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাকে জেরা করে কিছু সূত্র পায় পুলিশ। সেই সূত্রে বাংরুকে খড়িবাড়ি থেকেই ধরে নারকোটিক কন্ট্রোল ব্যুরোর টিম।