আমুদরিয়া নিউজ : সব সময় বুথ ফেরত সমীক্ষা মেলে না। কিন্তু, তা নিয়ে সকলেরই কৌতুহল থাকে। এবারও মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে ভোটের পরে পিপলস পালস সংস্থা সমীক্ষা করে যে রিপোর্ট প্রকাশ্যে এনেছে তাতে মহারাষ্ট্রে ক্ষমতা ধরে রাখছে এনডিএ জোট। ঝাড়খণ্ডেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
মহারাষ্ট্র বিধানসভার আসন ২৮৮টি। সেখানে ম্যাজিক ফিগার হল ১৪৫। বুথ ফেরত সমীক্ষা বলছে, মহারাষ্ট্রে এনডিএ পেতে পারে ১৭৫ থেকে ১৯৫টি আসন। মহাবিকাশ অঘাড়ি পেতে পারে ৮৫ থেকে ১১২টি। অন্যান্যরা পেতে পারে ৭ থেকে ১২টি আসন। ওই সমীক্ষায় দাবি করেছে সংস্থাটি, ঝাড়খণ্ডে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পেতে পারে ৪৪ থেকে ৫৩টি আসন। ইন্ডিয়া জোটের ঝুলিতে যেতে পারে ২৫ থেকে ৩৭টি আসন। অন্যান্যরা পেতে পারে ৫ থেকে ৯টি আসন।
৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় ম্যাজিক ফিগার হল ৪১।