আমুদরিয়া নিউজ : গত ৫০ বছরের মধ্যে এমন তুষার ঝড় হয়নি দক্ষিণ কোরিয়ার সিওলে। সেখানে তুষারঝড়ে স্তব্ধ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের জনজীবন। ২৭ নভেম্বর, বুধবার তুমুল তুষারপাতের জেরে কয়েকশো বিমান বাতিল হয়েছে। নানা এলাকায় দুর্ঘটনার খবর মিলেছে।
সেখানকার আবহাওয়া বিভাগ জানিয়েছে, উত্তরাঞ্চল লাগোয়া এলাকায় ২০ সেন্টিমিটার (৭.৮ ইঞ্চি) তুষারপাত হয়েছে। সংস্থাটি জানিয়েছে, ৫২ বছরের মধ্যে সিওলে এটাই সবচেয়ে ভারী তুষার ঝড় বলে মনে হচ্ছে। ১৯৭২ সালে সেখানে ১২ সেন্টিমিটার তুষারপাত হয়েছিল।