আমুদরিয়া নিউজ : পাচারের আগেই আলিপুরদুয়ার জেলা আবগারি বিভাগের করত্মীরা বাজেয়াপ্ত করলেন পৌনে দু কোটি টাকার মদ। জানা গেছে গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে আলিপুরদুয়ার জেলা আবগারি বিভাগের সুপারিন্টেন্ডেন্টের নেতৃত্বে একত্রিশ নম্বর জাতীয় সড়কের নিমতি এলাকায় একটি ভারী ট্রাক আটক করে তল্লাশী চালানো হয় রবিবার৷ রাতে। তল্লাশীতে ট্রাক থেকে উদ্ধার হয় অরুণাচল প্রদেশে তৈরি পাঁচ হাজার নয়শ পঁচাশি লিটারের বেশী মদ। এই বিপুল পরিমান মদ সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে পাচার করা হচ্ছিলো। গ্রেপ্তার করা হয় ট্রাকের চালককে৷। তদন্তের স্বার্থে চালকের নাম ঠিকানা গোপন রাখা হয়েছে। আবগারি দপ্তর সূত্রে জানানো হয়েছে ধৃতকে আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে আবগারি দপ্তর।