আমুদরিয়া নিউজ : প্রতিবেশী যুবককে পছন্দ নয় মেয়ের। তাই সে বারবার বললেও মেয়েটি প্রত্যাখান করে। মেয়েটির বাবাও যুবককে সে কথা একাধিকবার জানিয়ে দেন। এবং মেয়ের বিয়ে অন্যত্র দিয়ে দেন। সে কারণে মেয়েটির বাবাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। সে পলাতক। বসিরহাটের মাটিয়া থানা এলাকার ঘটনা।
অভিযুক্তের নাম নাজিমুদ্দিন। তার বাড়ি ভাঙচুর করেছে উত্তেজিত জনতা। পুলিশ জানায়, মেয়েটির বাবা সবজি ব্যবসায়ী ছিলেন। তাঁর নাম জব্বর মোল্লা (৫৫)। প্রতিবেশী যুবক নিজামউদ্দিন মোল্লা তাঁর মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়। মেয়ে রাজি না হওয়ায় বাবা বিয়ে দিতে রাজি হননি। তা নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়াও হয়। সে সময়ে জব্বরকে খুনের হুমকিও দেওয়া হয় বলেও অভিযোগ আছে। ইতিমধ্যে অন্যত্র মেয়ের বিয়ে দেন ওই ব্যবসায়ী। তাতেই যুবকটি হামলা চালায় বলে সন্দেহ।
পুলিশ যুবককে খুঁজছে।