আমুদরিয়া নিউজঃ ২০২৪ সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন জাতিসংঘের মহাসচিব আনতেনিও গুতেরেস। আগামী ৭ অক্টোবর ঘোষিত হবে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম। আর নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা হবে ১১ অক্টোবর। প্রতিবছর শান্তি, সাহিত্য, পদার্থ বিজ্ঞান, রসায়ন শাস্ত্র, চিকিৎসা বিজ্ঞান এবং অর্থনীতি এই ছয়টি বিভাগে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের বিশ্বের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ এই পুরস্কার দেওয়া হয়।
