আমুদরিয়া নিউজ : মহাকুম্ভে যাচ্ছিল একটি ট্রেন। বিহারের ওপর দিয়ে যাওয়ার সময় সিট না পাওয়ায় স্টেশনের পাইপলাইনের নল খুলে ট্রেনের যাত্রীদের দিকে জল দিতে দেখা গেল কয়েকজন তরুণকে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, এক তরুণ প্রথমে স্টেশনের পাইপলাইনের নল খুলে দেয়। পাইপ দিয়ে জল পড়া শুরু হলে পাইপটিকে তাক করে ধরে ট্রেনের দিকে। ট্রেনের দরজায় দাঁড়িয়ে যাত্রীরা সকলেই জলে ভিজতে শুরু করেন। তাকে দেখাদেখি আরও কয়েকজন তরুণ একই কাজ করেন। এভাবে চলন্ত ট্রেনের দিকে জল ছুঁড়ে যাত্রীদের বিড়ম্বনা বাড়াতে দেখে রাগান্বিত হন নেটিজেনরা। ভিডিওটি দেখে নেটিজেনদের মন্তব্য, ওই তরুণদেরকে পুলিশে দেওয়া উচিত।
