আমুদরিয়া নিউজ ডেস্কঃ সম্প্রতি ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছিল মহারাজ ছবিটি, যেই ছবিতে দেখা গিয়েছিলো আমির খানপুত্র জুনাঈদ খানকে মুখ্য চরিত্রে। এই মহারাজ ছবিটির হাত ধরেই জুনাঈদ বলিউডে নিজের ডেবিউ সারলেন এবং ছবির প্রশংসায় পঞ্চমুখ নেটিজনরা। তাদের মতে ছবি দেখার পরে জুনাঈদ খানের অভিনয় ভুয়সী প্রশংসা পেলেও অধিকাংশই জানতেন না তিনি বলিউডের পারফেকশনিস্ট আমির খানের পুত্র। জুনাইদের সাধারণ জীবন-যাপন এবং নিজের দক্ষ অভিনয়ের দ্বারা পিতার খ্যাতি ও প্রভাবকে ব্যবহার না করে নিজস্ব পরিচিতি তৈরী করা এবং প্রথমবারেই এতটা সফলতার জন্য অনেকেই তাকে সাধুবাদ জানিয়েছেন। জুনাইদের পাশাপাশি ছবির অভিনেত্রী শর্বরী, সহঅভিনেত্রী শালিনি পান্ডে এবং জয়দীপ আহলাওয়াত যিনি ছবির খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন তাদের অভিনয় দেখেও মুখরিত নেটিজনরা।