সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম, ২৪ জানুয়ারি: কুমারগ্রামের নতুন বিডিও হিসাবে শুক্রবার যোগ দিলেন অবিনাশ কুমার, আই এ এস। উল্লেখ্য চলতি মাসের কুড়ি তারিখ কর্তব্যরত অবস্থায় পরলোকগমন করেন ঘটে কুমারগ্রামের বিডিও গৌতম বর্মন। শুক্রবার নতুন বিডিও দপ্তরে এসে তার কার্যভার গ্রহন করেন। তাকে দপ্তরে স্বাগত জানান কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জয় প্রকাশ বর্মন।দায়িত্বভার গ্রহন করে নতুন বিডিও বলেন কুমারগ্রাম ব্লকের উন্নয়নে তিনি কাজ করবেন।
