আমুদরিয়া নিউজঃ এবছর হ্যালোয়িনে জলহস্তী ‘মু ডেং’-এর মতো সেজে প্রশংসিত এক যুবতী। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সেনসেশন হয়ে উঠেছে মু ডেং। থাইল্যান্ডের খাও খেও চিড়িয়াখানার এই পিগমি জলহস্তীকে নিয়ে এখন নেটিজনদের আহ্লাদের শেষ নেই।
এবছর হ্যালোয়িনে সেই জলহস্তীর মতো নিজেকে সাজালেন এক তরুণী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। আগামী ৩১ অক্টোবর হ্যালোয়িন। তবে তা আগে বিশ্বের বিভিন্ন দেশে তার উদযাপন শুরু হয়ে গিয়েছে। এই উপলক্ষে অনেকে নানা ভৌতিক সাজে নিজেদের সাজাতে ব্যস্ত। তবে এ বছরের বিশেষ চমক মু ডেং লুক।