আমুদরিয়া নিউজ : জৈব বর্জ্য আলাদা না করলে দিতে হবে জরিমানা। ২০২৫ সালের ১ এপ্রিল থেকে নিউইয়র্ক শহরে একটি নতুন আইন কার্যকরী হবে। এতে বলা হয়েছে সাধারণ আবর্জনার থেকে জৈব বর্জ্য আলাদা করতে শহরের সমস্ত বাড়ির মালিক এবং ভবন কর্তৃপক্ষ বাধ্য থাকবেন। খাবারের অবশিষ্টাংশ, বাগানের বর্জ্য এবং অন্যান্য কম্পোস্টযোগ্য সামগ্রীকে নির্ধারিত ব্রাউন কম্পোস্ট বিয়ারে রাখতে হবে। এই আইন ভঙ্গ করলে ছোট ভবনের জন্য জরিমানা ২৫ ডলার এবং বড় ভবনের জন্য তা ৩০০ ডলার পর্যন্ত হতে পারে। তবে অক্টোবর ২০২৪ সালে এই আইনটি চালু হলেও, বর্তমানে মাত্র ৫ শতাংশ ভাড়াটে নিয়ম অনুসরণ করছেন।
