আমুদরিয়া নিউজ : প্রতিনিয়ত বদলে যাচ্ছে পরিবেশ। যার জেরে সাপেরাও তাদের চরিত্র বা প্রজাতি বদল করেছে। সম্প্রতি ব্রিটেনের মাটিতে দেখা গিয়েছে নতুন প্রজাতির সাপ। এই সাপের দেহের রক্ত ঠান্ডানহলেও তারা গরম জায়গায় থাকতে পছন্দ করে। এরা অন্য সাপেদের বেশি আক্রমণ করে।
যদিও এই সাপের এখনও কোনও নাম দেওয়া হয়নি। তবে এদের নিয়ে চিন্তায় রয়েছেন সর্প বিশেষজ্ঞরাও।