আমুদরিয়া নিউজ : বিমান দুর্ঘটনায় ১৭৯ জনের মৃত্যুতে গোটা দক্ষিণ কোরিয়া এখনও শোকাচ্ছন্ন। তাই এ বছর বর্ষবিদায় ও বর্ষবরণের কোনও উৎসব হয়নি সেখানে। নতুন বছরের কাউন্ট ডাউন, ড্রোন শো, আতশবাজি প্রদর্শনীর সব আয়োজন বাতিল করে দেওয়া হয়।
৪ জানুয়ারি পযর্ন্ত জাতীয় শোক ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া সরকার।