আমুদরিয়া নিউজ : বিশ্বকাপের বাছাই পর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের দল থেকে বাদ হলেন নেইমার। পরিবর্তে নেওয়া হয়েছে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড এনদ্রিক-কে। ফলত ব্রাজিল সমর্থকদের জন্য এ এক খারাপ খবর। প্রসঙ্গত, গত ২ মার্চ ব্রাগান্তিনোর বিপক্ষে স্যান্টোসের ২-০ গোলে জয়ের ম্যাচে তিনি বাঁ পায়ে চোট পান। সেই কারণেই আপাতত খেলবেন না তিনি।
