আমুদরিয়া নিউজ : প্যালেস্টাইনের গাজায় ইসরায়েল যা করছে তাতে তাদের ফ্যাসিস্ট ও গণহত্যাকারী বলা ছাড়া উপায় নেই বলে জানিয়ে দিল নিকারাগুয়া। শুক্রবার নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হল বলে ঘোষণা করেন।
মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ার অভিযোগ, ইসরায়েল গাজা তো বটেই, লেবাননেও গণহত্যা শুরু করেছে। ইয়েমেন, সিরিয়া, ইরানেও যুদ্ধ ছড়াচ্ছে। তাই নিকারাগুয়ার পরিচালনায় থাকা দলগুলি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। অবশ্য ইরানের সঙ্গে ড্যানিয়েল ওর্তেগার প্রশাসনের সুসম্পর্ক বরাবরই।