আমুদরিয়া নিউজ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সচিব পদে নিয়োগ করা হল আইএফএস আধিকারিক নিধি তিওয়ারিকে। সোমবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। জানা গিয়েছে এর আগে প্রধানমন্ত্রীর দপ্তর-এ উপ-সচিব পদে কাজ করছিলেন তিনি। তিনি উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দা। ২০১৪ সাল থেকে একটানা তিনবার এই বারাণসী কেন্দ্র থেকেই ভোটে দাঁড়িয়ে জিতেছেন নরেন্দ্র মোদী। আবারও নিধিও ২০১৪-র ব্যাচেই আইএফএস আধিকারিক হিসেবে চাকরিতে যোগ দেন।
