আমুদরিয়া নিউজঃ নৈশালকে ফুটবল টুর্নামেন্ট নিয়ে উন্মাদনা। কোচবিহার ইউনাইটেড ক্লাবের পরিচালনায় ও ব্যাবস্থাপনায় রাসমেলা ময়দান সংলগ্ন এমজেএন স্টেডিয়ামে নৈশ ফুটবল টুর্নামেন্টের আসর বসেছে। মরু ঘোষ স্মৃতি চ্যাম্পিয়ন ও সুধীর কুমার মৈত্র রানার্স নক আউট এই টুর্নামেন্টে আকর্ষনীয় প্রাইজ মানির সঙ্গে থাকছে সুদৃশ্য ট্রফি। শুক্রবার রাতে এই টুর্নামেন্টের সেমি ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ওয়াই বি এফ সি কোচবিহার ও গাঢ়োপাড়া। নির্ধারিত সময়ে খেলার ফলাফল হয় ১-১। পরে ট্রাইবেকারের মধ্যে দিয়ে ওয়াইবিএফসি কোচবিহার এই ম্যাচে জয়ী হয়। ম্যাচের সেরা খেলোয়াড় হন বাপী রায়।
এদিনের ম্যাচ ঘিরে কোচবিহারের ফুটবল প্রেমীদের ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়। আজ সন্ধ্যায় এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ওয়াইবিএফসি কোচবিহার ও কাকরিবাড়ি ফুটবল ক্লাব। ফাইনাল ম্যাচ উপভোগ করতে মুখিয়ে আছে কোচবিহারের ফুটবল প্রেমীরা।