আমুদরিয়া নিউজ ডেস্ক : হিমাচলপ্রদেশের অনামী শৃঙ্গ, য়েখানে কারও কখনও পা পড়েনি তা জয় করল ন্যাশনাল গোরিচেন রেঞ্জে ৬৩৮৩ মিটার (২০৯৪২ ফুট) ফুট উঁচু শৃঙ্গে আরোহণ করেছে। এই শিখরটি ছিল এই অঞ্চলের সবচেয়ে প্রযুক্তিগতভাবে চ্যালেঞ্জিং এবং যেখানে কারও পা এর আগে পড়েনি। অনামী শৃঙ্গটির নামকরণ তিব্বতী ধর্মগুরু দলাই লামার সম্মানে করা হয়েছে, “সাংইয়াং গ্যাৎসো। বরফের পাঁচিল, ভয়ঙ্কর হিমবাহ সঙ্কুল পথ অতিক্রম করে দলটি শৃঙ্গটি জয় করায় উচ্ছ্বসিত পর্বতপ্রেমীরা।
Tsangyang Gyatso শৃঙ্গটি জয় করার অভিযানটি NIMAS টিমের দ্বারা পরিচালিত সবচেয়ে কঠিনতম অভিযান ছিল। তবে পর্বতারোহীদের কঠোর সংকল্প এবং টিমওয়ার্কের মাধ্যমে, দলটি এই চ্যালেঞ্জগুলি অতিক্রম করে শিখরে পৌঁছতে সক্ষম হয়। যা ইতিহাস তৈরি করেছে।
নিমাস, যা ভারতে অ্যাডভেঞ্চার এবং পর্বতারোহণের প্রথম সারিতে রয়েছে। ভারতীয় পর্বতারোহণ ফাউন্ডেশনকে (আইএমএফ) আরোহণ এবং চূড়াটির নামকরণের সিদ্ধান্ত সম্পর্কে জানিয়েছে। “সাংইয়াং গ্যাৎসো পিক” যাতে সরকারী মানচিত্রে স্বীকৃত হয় তা নিশ্চিত করতে শিখরটির নামকরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে সেনাবাহিনীর গুয়াহাটির জনসংযোগ আধিকারিক এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন। সঙ্গের ভিডিও তাঁরই দেওয়া।