আমুদরিয়া নিউজ : খুব খিদে পেয়েছিল ভদ্রলোকের। কিন্তু খাবার বাড়ার জন্য বাসন বের করতে যেতেই ফ্ল্যাশব্যাকে চলে গেলেন তিনি। মনে পড়ে গেল বাসন মাজার কথা। হাঁড়ি কড়াই হাতে কুয়োর পাড়ে দীর্ঘক্ষণ বসে থাকার যন্ত্রণা মনে পড়তেই যেন নড়ে উঠলেন ভদ্রলোক। তবে ইচ্ছে থাকলে উপায় হয়। থালা, বাটি, গ্লাস অক্ষত রেখেই খাওয়ার এক আশ্চর্য পদ্ধতি যেন নিজের অজান্তেই আবিষ্কার করলেন তিনি। জামাকাপড় প্যাক করার প্লাস্টিক দিয়ে মুড়ে ফেলেন থালা, বাটি, গ্লাস, চামচ। তারপর সেগুলিতে খাবার বেড়ে ফেললেন এক এক করে। খেয়েদেয়ে আবার বাসনগুলি প্লাস্টিক থেকে বের করে যথাস্থানে রেখে দিলেন। সম্প্রতি ভাইরাল হওয়া এই ট্রোল ভিডিটির ক্যাপশন, বাসন না ধোয়ার নিনজা টেকনিক।
