আমুদরিয়া নিউজ : মধ্য এশিয়ার মুসলিম প্রধান দেশ হল কিরগিজস্তান। সেই দেশে এবার নিকাব পরা নিষিদ্ধ হল। কারণ, নিরাপত্তার খাতিরে মুখ খোলা রাখা দরকার বলে সে দেশের সরকার মনে করে। সে দেশে ১ ফেব্রুয়ারি থেকে ওই আইন কার্যকর হয়েছে।
কেউ আইন ভাঙলে ২৩০ ডলার জরিমানা দিতে হবে। তবে অনেকেই ওই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তাঁদের যুক্তি, ওই আইনের ফলে নারীরা কী পরবে, সেই স্বাধীনতা থাকল না।