আমুদরিয়া নিউজঃ আবাস যোজনার সমীক্ষা শুরু হতেই কোচবিহার জেলার কিছু জায়গায় ক্ষোভ, অসন্তোষ দেখা যাচ্ছে। আবাস যোজনার তালিকায় নাম না থাকায় এবার পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানো হল। বুধবার কোচবিহারের তুফানগঞ্জ ১ নং ব্লকের চিলাখানা গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায়। স্থানীয় গ্রামবাসীদের একাংশ গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে ক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভকারী শাহিদা বিবির অভিযোগ, ২০১৮ সালে সার্ভে করা হয়েছিল। পরবর্তী সময়ে তালিকা তালিকা প্রকাশ হলে দেখা যায় তাদের নাম নেই। কেন বা কী কারণে তাদের নাম তালিকায় নেই সেই বিষয়ে কোনো কিছু জানানো হয়নি।
এই বিষয়ে চিলাখানা গ্রাম পঞ্চায়েত প্রধান জানান, আলোচনার মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের বুঝিয়ে আশ্বস্ত করা হয়েছে। সমীক্ষা দলের সদস্যরা তাদের বাড়িতে গিয়ে পুণরায় নাম সহ একাধিক তথ্য সংগ্রহ করবে।এরপর তালিকা তৈরি করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।অন্যদিকে আবাস তালিকার এই সমস্যা দ্রুত সমাধান না হলে আরও বড়ো আন্দোলনের হুশিয়ার দিয়েছেন বিক্ষোভকারীরা।