আমুদরিয়া নিউজ : গায়ক-গায়িকারা সাধারণত মঞ্চে উঠলে হাততালি দিতে বলেন। কিন্তু, আর জি কর কাণ্ডের পরে কলকাতায় প্রথম শো বাতিলের পরে দ্বিতীয়বারে এসে দেশের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষালশেষ গানের আগে বললেন, এবার কেউ হাততালি দেবেন না। এর পরে তিনি যে গানটি করে স্টেজ থেকে নেমে যান তা ভাইরাল হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর কলকাতায় শ্রেয়া ঘোষালের কনসার্ট করার কথা ছিল।
কিন্তু সেই সময় তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, কলকাতার বুকে যে বর্বর এবং পাশবিক ঘটনা ঘটেছে সেটার জন্য আমি ভীষণ ভাবে দুঃখিত। আমি একজন মহিলা হয়ে মেয়েটার সঙ্গে আচরণ করা হয়েছে, সে যে বর্বরতার শিকার হয়েছে তা ভাবলেই শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বয়ে যাচ্ছে। এই অবস্থায় ব্যথিত হৃদয় এবং গভীর মনোকষ্ট নিয়ে জানাচ্ছি যে কনসার্ট পিছিয়ে যাচ্ছে। এটা অক্টোবর মাসে হবে।
সেই কনসার্টের শেষ গানে শ্রেয়া বলেছেন, হাততালি দেবেন না। কেউ হাততালি দেননি।