আমুদরিয়া নিউজ : আমেরিকায় যে প্রবাসী নাগরিকদের তৃতীয় লিঙ্গ হিসেবে পাসপোর্ট রয়েছে তা বাতিল হতে পারে বলে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইঙ্গিত দিয়েছে। আমেরিকার বিদেশ মন্ত্রক এক নির্দেশে জানিয়েছে, আগামীতে পাসপোর্টে স্ত্রী ও পুরুষ, এই দুটি লিঙ্গের উল্লেখ থাকবে। তৃতীয় কোনও লিঙ্গের পাসপোর্ট মিলবে না। পাসপোর্টের লিঙ্গ বদলও করতে দেবে না ট্রাম্প প্রশাসন। ফলে, আমেরিকার এল জি বি টি কিউ কমিউনিটির নাগরিকরা দুশ্চিন্তায় পড়েছেন।
