আমুদরিয়া নিউজ : বিল্ডিংয়ে ঢুকেই লিফটের বোতাম টিপে দিলেন এক মহিলা। পাশে ছিল আরেকটি লিফট। সেটার বোতামও টিপতে গেলেন তাড়াহুড়ো করে। ততক্ষণে প্রথম যেটির বোতাম টিপেছিলেন সেটি খুলে গিয়েছে। দেখতে পেয়ে তড়িঘড়ি ঢোকার চেষ্টা করলেন। দুর্ভাগ্য ! সেটি খুলে আবার বন্ধ হয়ে গিয়েছে। ওপরের সিসিটিভি ক্যামেরায় সব ধরা পড়ছে। ভাইরাল হওয়া এই ভিডিওতে আরও দেখা গেল। মহিলা আবার দ্বিতীয় লিফটের কাছে এলে প্রথমটি আবার খুলে গেল। মহিলা বেশ কয়েকবার এদিক ওদিক করলেন লিফটে ঢোকার জন্য। বার কতক এই লিফটি সেই লিফট করে অবশেষে ঢুকতে পারলেন একটিতে। ভিডিও দেখে নেটিজেনদের কমেন্ট, অযথা তাড়াহুড়োয় আমরা প্রায়ই ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি।
