আমুদরিয়া নিউজ : চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেল জাপানি সংগঠন নিহন হিদানকো৷ জাপানের হিরোসিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলার পরে যাঁরা প্রাণে বেঁচেছিলেন, তাঁদেরই অনেকে মিলে পারমাণবিক অস্ত্রের ব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে একজোট হন। জাপানে যে সংগঠন হিবাকুসা শিরোনামেও খ্যাত।
