আমুদরিয়া নিউজ : উত্তর কোরিয়া এবার ১ হাজার কিলোমিটারের চেয়ে বেশি দূরত্বে আঘাত হানতে পারে এমন ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্রটি সমুদ্রে আছড়ে ফেলেছে তারা। উত্তর কোরিয়া এ পর্যন্ত যত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, তার মধ্যে এটাই সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করেছে বলে দাবি সংবাদ সংস্থার। ওই ক্ষেপণাস্ত্র পরমাণু অস্ত্র বহন করতেও সক্ষম।
