আমুদরিয়া নিউজ : তুমুল ঝগড়া চলছে স্বামী-স্ত্রীতে। এক পর্যায়ে স্ত্রী ঠাস করে স্বামীর গালে এক চড় বসিয়ে দিলেন। স্বামীর প্রশ্ন, এই চড়টা কি তুমি ইয়ার্কি করে মারলে না সত্যি সত্যি মারলে? স্ত্রীর জবাব, সত্যি সত্যিই মেরেছি। স্বামী বললেন, ঠিক আছে। ইয়ার্কি আমি আবার একদম পছন্দ করি না।
