আমুদরিয়া নিউজ : দুটি নাবালক একটি জায়গায় শৌচকর্ম করতে গিযেছিল। সেখানে ছিলেন একজন বয়স্ক লোক। বয়স ৩৭ বছর। তিনি দুজনকে সেখানে শৌচকর্ম করতে নিষেদ করেন। তা নিয়ে গোলমাল বাঁধে। এর পরে দুই নাবালকের সঙ্গে মারপিট শুরু হয়। সে সময়ে দুই নাবালক মিলে সেই ব্যক্তিকে পাথরে থেঁতলে মেরেছে বলে অভিযোগ উঠেছে। তদন্তে নেমে সিসি ক্যামেরার সূত্র ধরে পুলিশ দুই নাবালককে গ্রেফতার করেছে। ঘটনাটি দিল্লির। গত রবিবার ঘটেছে।
পুলিশ জানায়, নিহতের নাম সুরেন্দর তেখণ্ড। তাঁর বাড়ি গ্রামের কুমহার মহল্লায়। রবিবার ভোরে মাথায় ও মুখে গুরুতর জখমসহ একটি লাশ উদ্ধার করে পুলিশ। তদন্তের সময়, পুলিশ এলাকা থেকে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। রাত সওয়া ১১টা নাগাদ ওই এলাকায় যে মোটরসাইকেল দেখা গিয়েছিল তার নম্বর দেখে আরোহীদের জেরা করে পুলিশ। পুলিশ জানতে পারে, দুই নাবালকের সঙ্গে ওই নিহত ব্যক্তির ঝগড়া হয়েছিল। নাবালকদের লাগোয়া একটি গ্রামের দিকে যেতে দেখা গিয়েছিল বলেও পুলিশ সিসি ক্যামেরায় দেখে। এর পরে দুজনকে চিহ্নিত করে ধরা হয়।