আমুদরিয়া নিউজ : দীর্ঘ টালাবাহানার পর শুক্রবার আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়িতে রেল লাইনের উপর ওভারব্রিজ নির্মানের জন্য জমি পরিদর্শন করলেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক, রেল ও রাজ্য ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকগন। উল্লেখ্য কুমারগ্রাম কামাখ্যাগুড়ি ভাটিবাড়ি আলিপুরদুয়ার রাজ্য সড়কে কামাখ্যাগুড়ি প্রবেশের মুখে ঘোড়ামারায় লেভেল ক্রশিংটি সকলের কাছে হয়ে উঠেছে যন্ত্রনাদায়ক। উত্তর পূর্বাঞ্চলের সাথে বাকি দেশের রেল যোগা্যোগের রেল লাইন এই লেভেল ক্রশিং এর উপর দিয়ে গিয়েছে।
লেভেল ক্রশিং পেরিয়ে যেতে হয় কুমারগ্রাম ব্লকের অন্যতম বানিজ্য কেন্দ্র কামাখ্যাগুড়িতে। এখানেই রয়েছে ব্লক গ্রামীন হাসপাতাল, ব্লক ভুমি ও ভূমি সংস্কার আধিকারিকের দপ্তর, কুমারগ্রাম ব্লকের একমাত্র মহাবিদ্যালয় সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর। এসব দপ্তরে কাজ করতে আসা সাধারন মানুষ, কলেজ পড়ুয়া, হাসপাতালে আসা রুগীরা সহ অন্যান্য যাত্রীরা সকলের কাছে এই লেভেল ক্রসিং বিভীষিকা। ঘন্টার পর ঘন্টা লেভেল ক্রশিং এ অপেক্ষা করতে হয় এও পথে যাতায়াতকারী সমস্ত যানবাহনকে।
এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন এই লেভেল ক্রশিং এ একটি ওভারব্রীজ নির্মানের। অবশেষে সেই দাবিকে মান্যতা দিয়ে শুক্রবার রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক, রেলের আধিকারিকগন ও রাজ্যের পূর্ত দপ্তর এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকগন এক যোগে ওভারব্রিজ নির্মানের জন্য জমি পরিদর্শন করলেন। তারা জানান এদিন তারা মাপজোক করে জমি পরিদর্শন করেছেন। তারা তাদের রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেবেন। পরবর্তীতে আরও সমীক্ষা করে সমস্ত জমি চিহ্নিত করে ব্যক্তিগত জমির ক্ষতিপূরণ প্রদান সহ অধিগ্রহনের প্রক্রিয়া শুরু হবে। এদিনের পরিদর্শনের পর এলাকাবাসী আশায় বুক বেঁধেছেন এবার হয়তো তাদের দাবি পূরন হবে।
সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম