আমুদরিয়া নিউজ : জম্মু কাশ্মীরে সংখ্যাগরিষ্ঠতার অঙ্ক পেরিয়ে গিয়েছে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জোট। এনসি এগিয়ে ৩৯ আসনে, কংগ্রেস ৮ আসনে, বিজেপি এগিয়ে আছে ২৮ আসনে। মেহবুবা মুফতির পিডিপি ৩ আসনে। জেপিসি ২টি আসনে এবং সিপিআই(এম) ও ডিপিএপি ১টি করে আসনে এগিয়ে রয়েছে। ৮ আসনে এগিয়ে আছেন নির্দল প্রার্থীরা।
সব ঠিক থাকলে সেখানে ওমর আবদুল্লা মুখ্যমন্ত্রী হচ্ছেন।