আমুদরিয়া নিউজঃ রাত পোহালে মহা অষ্টমী। বছরের এই একটা দিন, যেদিন সকলের আশা করেন নতুন জামা কাপড় পড়বেন। নতুন বস্ত্র পরে অষ্টমীর অঞ্জলি দেবে। তাই সপ্তমীর দিন জামা কাপড়ের দোকানে সেই ভিড় দেখা গেল। বিশেষ করে কোচবিহার শহরের ফুটপাথের দোকান গুলিতে কেনাকাটার ভিড় ছিল উল্লেখ যোগ্য। এতে ফুটপাথ ব্যবসায়ীরা খুশি। গ্রাম থেকে আসা মানুষের ভিড়ে দোকানগুলি বেশ জমজমাট ছিল।
কোচবিহারের হাসপাতাল চৌপথী, জেনকিন্স স্কুলের মোড়, রাজবাড়ী পার্ক সংলগ্ন এলাকা, সুনীতি রোড ইত্যাদি এলাকায় ফুটপাথের দোকান গুলিতে এদিন পুজোর কেনাকাটা করতে আসেন গ্রাম থেকে আসা মানুষেরা। এক ফুটপাথ ব্যবসায়ী বলেন, সারা বছর মোটামুটি ব্যবসা হয়। তা দিয়ে চলতে হয়। কিন্তু পুজোর সময় সবারই আশা থাকে ভালো বেচাকেনা হবে। আজ ব্যবসা ভালো হয়েছে। আশা করছি আগামী কাল দুপুরেও ভালো ব্যবসা হবে।