আমুদরিয়া নিউজঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬৯ তম জন্মদিন উপলক্ষ্যে উত্তরবঙ্গে বিভিন্ন মন্দিরে পুজো দিলেন তৃণমূল নেতা কর্মীরা। রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় পুজো দেন দলীয় নেতাকর্মীরা। এদিন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা জটিলশ্বর শিব মন্দিরে মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে পুজো দেওয়া হয়। ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে কাছে অবস্থিত এই প্রাচীন শৈব ধামে মুখ্যমন্ত্রীর জন্য পুজো দিতে তৃণমূলের ব্লক নেতা কর্মীরা অনেকে উপস্থিত ছিলেন। একই ছবি দেখা যায় আলিপুরদুয়ারের প্রসিদ্ধ মন্দিরে।
এদিন আলিপুরদুয়ারের জংশন এলাকায় অবস্থিত জাগ্রত ছিন্নমস্তা কালী মন্দিরেও মুখ্যমন্ত্রীর কুশল ও শারীরিক সুস্থতা কামনা করে পুজো দেন ওই এলাকার তৃণমূল যুব নেতা কর্মীরা। সেখানেও শহরের অনেক তৃণমূল যুব নেতা কর্মীরা জন্মদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য পুজো দিয়ে মঙ্গল প্রার্থনা করেন। মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে এদিন রক্তদান শিবির অনুষ্ঠিত হয় দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। এদিন গঙ্গারামপুর টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এছাড়া দুস্থদের কম্বল দান করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তারপর রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্র সুবৃহৎ কেক কেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করেন।
মন্ত্রী ছাড়া এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, জেলা পরিষদের সভাধিপতি, গঙ্গারামপুর ও বালুরঘাট পুরসভার চেয়ারম্যান সহ জেলা অন্যান্য নেতাকর্মীরা। উপস্থিত মন্ত্রী ও তৃণমূল নেতৃত্ব সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন এবং মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন। এছাড়া উত্তরবঙ্গের আরও অনেক জায়গায় রবিবার মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করেন দলীয় নেতা কর্মীরা।